এপেক্সের দুই কোম্পানিকে ডিএসইর শোকজ

সময়: বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৬:১৭:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স গ্রুপের দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণে কোম্পানি দুটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। কোম্পানিগুলো হলো- এপেক্স স্পিনিং এবং এপেক্স ফুডস। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সম্প্রতি এ দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানি দুইটিকে তদন্ত নোটিশ পাঠিয়েছে। এর জবাবে কোম্পানি দুইটির পক্ষ থেকে গত ২২ ফেব্রুয়ারি জানানো হয়েছে যে, অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ৬ ফেব্রুয়ারি এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর ছিল ১২৮.৫০ টাকায়। আর ২২ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৭৮.৫০ টাকায়। অর্থাৎ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫০ টাকা বা ৩৯ শতাংশ বেড়েছে।

এদিকে, গত ৮ ফেব্রুয়ারি এপেক্স ফুডসের শেয়ার দর ছিল ১৭৩.৩০ টাকায়। আর ২২ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২২৫.৭০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫২.৪০ টাকা বা ৩০ শতাংশ বেড়েছে।

এভাবে দর বাড়াটাকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৪৫ বার পড়া হয়েছে ।
Tagged