এমজেএল বাংলাদেশ লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

সময়: শনিবার, ডিসেম্বর ৭, ২০১৯ ৬:৪৬:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩০ জুন, ’১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৪৫ শতাংশ লভ্যাংশ নগদ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।
সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৫ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন, ’১৯ শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬৪ পয়সা।
প্রথম প্রান্তিকে সমন্বতিভাবে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৪৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৩১ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ১৯ পয়সা।
এজিএম’এ সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আজম কে চৌধুরী।
এছাড়া কোম্পানির অন্যান্য পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবুল মুঈদ চৌধুরী, মো. আমিনুর রহমান, গিয়াস উদ্দীন আনসারিসহ স্বতন্ত্র পরিচালক কিউ এম শরিফুল আলা। এসময় কোম্পানির সিইও, সিএফও, সেক্রেটারি এবং শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩০৬ বার পড়া হয়েছে ।
Tagged