এমবি ফার্মার ৩ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: বুধবার, আগস্ট ১৮, ২০২১ ২:০২:২৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : এক সাথে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৭৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ২৫ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর,২০) দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ৬৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৯৫ পয়সা।

তৃতীয় প্রান্তিকে (জুলাই,২০-মার্চ,২১) তৃতীয় প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছল ২ টাকা ৩৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ২৫ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬৪ বার পড়া হয়েছে ।
Tagged