নিজস্ব প্রতিবেদক: অবৈধ বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ছয়টি ফান্ড থেকে বিনিয়োগ করা ৪৯ কোটি টাকা সুদসহ ফেরত আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৩০ দিনের মধ্যে এই অর্থ সংশ্লিষ্ট ফান্ডগুলোতে জমা দিতে বলা হয়েছে, অন্যথায় জড়িতদের বিরুদ্ধে মোট ৬০ কোটি টাকার অর্থদণ্ডের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার (১৫ জুলাই) বিএসইসির ৯৬৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পরদিন বুধবার (১৬ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ-তালিকাভুক্ত অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেয়ারে বিধিমালার বাইরে গিয়ে বিনিয়োগ করেছে এলআর গ্লোবালের ছয়টি মিউচুয়াল ফান্ড। এতে করে বিনিয়োগকারীদের স্বার্থ বিঘ্নিত হয়েছে।
৩০ দিনের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে নিম্নোক্ত জরিমানা আরোপ করা হবে—
রিয়াজ ইসলাম, প্রধান নির্বাহী ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা: ৫০ কোটি টাকা
জর্জ স্টক সিপিএ, পরিচালক ও ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির সদস্য: ৪ কোটি টাকা
মনোয়ার হোসেন, হেড অব লিগ্যাল: ৪ কোটি টাকা
রোনাল্ড মিকি, প্রধান অর্থ কর্মকর্তা: ১ কোটি টাকা
এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট: ১ কোটি টাকা
বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফান্ডগুলোর ট্রাস্টি প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভূমিকা ও দায়দায়িত্ব নিয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থার মতে, ট্রাস্টি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


