এশিয়াটিক ল্যাবরেটরিজের লেনদেন শুরুর তারিখ নির্ধারণ

সময়: মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪ ১২:৪২:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করা এশিয়াটিক ল্যাবরেটরিজের লেনদেন শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামীকাল ৬ মার্চ‘২৪ থেকে দেশের উভয় শেয়ারবাজারে ব্যাংকিং খাতে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে।

কোম্পানিটির ট্রেডিং কোড “ ASIATICLAB” এবং ডিএসই কোড ১৮৪৯৮।

ইতিমধ্যে কোম্পানিনটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ারের বরাদ্দ দেওয়া হয়েছে।

ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে ব্যাংকটির শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে ৮ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন জমা নেয়া হয়েছে।

জানা যায়, বিএসইসির ৮৩৭ তম কমিশন সভায় এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে ৯৫ কোটি টাকা বুক বিল্ডিং পদ্ধতিতে সিকিউরিটি আইন ২০১৫ অনুযায়ী প্রাথমিক গণ প্রস্তাবে আইপিও এর মাধ্যমে উত্তোলন করার প্রস্তাব অনমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পরবর্তীতে ২০২৩ সালের ১৫ জানুয়ারি কমিশন শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের সাবসক্রিপশন অংশটুকু স্থগিত করেছিল। কমিশনের ৮৮৯ তম সভায় উক্ত স্থগিত আদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Share
নিউজটি ৩৯ বার পড়া হয়েছে ।
Tagged