এসিআইয়ের নতুন কোম্পানি এসিআই মেরিন অ্যান্ড রিভারিন

সময়: রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৯ ৭:৫৬:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) নতুন সাবসিডিয়ারি কোম্পানি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, গত বৃহস্পতিবার কোম্পানির ১৮৯তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন এ সাবসিডিয়ারি কোম্পানির নাম এসিআই মেরিন অ্যান্ড রিভারিন টেকনোলজিস লিমিটেড। এর অনুমোধিত মূলধন হবে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। এসিআই লিমিটেড নতুন এ কোম্পানির ৭৭ শতাংশ শেয়ার ধারণ করবে।

এদিকে আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৫৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে ২৪০ টাকা থেকে ৩৯৮ টাকায় ওঠানামা করে এ কোম্পানির শেয়ার।

১৯৭৬ সালের সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ৪৯ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ৫২৭টি।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩০৬ বার পড়া হয়েছে ।