এস.এস স্টিলের স্টক ডিভিডেন্ড বাতিল

সময়: মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২ ১১:৩৬:১৮ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস.এস স্টিলের ৮ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাব বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা অনুমোদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য বিএসইসিতে আবেদন করলে কমিশন আবেদন বাতিল করে দেয়।

এর ফলে কোম্পানিটির আলোচ্য বছরে ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়াচ্ছে ২ শতাংশ। তাই কোম্পানিটি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নেমে গেছে।

আগামীকাল ৬ এপ্রিল থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

 

Share
নিউজটি ২২২ বার পড়া হয়েছে ।
Tagged