কনজ্যুমার খাতের সব শেয়ার বিক্রি করবে ইবনে সিনার

সময়: বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১ ২:৪৩:৪৮ অপরাহ্ণ


শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড কনজ্যুমার পণ্য খাতে করা তার বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়া সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আলোকে ইবনে সিনা কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডে থাকা কোম্পানির সব শেয়ার বিক্রি করে দেওয়া হবে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্যা ইবনে সিনা কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের ৪০ ভাগ শেয়ারের মালিক ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। এই শেয়ার ক্রয়ে কোম্পানিটি ৬ কোটি টাকা বিনিয়োগ করেছিল। কিন্তু সামগ্রিক বাস্তবতা পর্যালোচনায় এই খাতে বিনিয়োগ বাস্তবসম্মত ও লাভজনক নয় বলে মনে করছে কোম্পানির পরিচালনা পর্ষদ। যে কারণে এই বিনিয়োগ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬৭ বার পড়া হয়েছে ।
Tagged