নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৪৭ পয়সা। অর্থাৎ বছরওয়ারি তুলনায় ইপিএস বেড়েছে ৫ পয়সা।
তবে ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিক তথা জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ের সমন্বিত হিসাব অনুযায়ী কোম্পানিটির মোট ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ২৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩১ পয়সা। অর্থাৎ নয় মাসের হিসাবে ইপিএস কিছুটা হ্রাস পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৭ পয়সা।


