নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কাট্টালি টেক্সটাইল লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের মাঝে ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য অর্থবছরে কাট্টালি টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ পয়সা। এর আগের অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল মাইনাস ৮৪ পয়সা, যা থেকে মুনাফায় ফেরার ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি।
সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ পয়সা। আগের অর্থবছরে এই সূচকটি ছিল মাইনাস ১ টাকা ২২ পয়সা।
এদিকে, ৩০ জুন ২০২৫ তারিখে কাট্টালি টেক্সটাইলের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৫ টাকা ২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ এখনো চূড়ান্ত না হলেও ডিভিডেন্ড পাওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ জানুয়ারি। এছাড়া হাইব্রিড পদ্ধতিতে এজিএম আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।


