কারখানায় উৎপাদনক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত

সময়: বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪ ৯:৫৬:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: কারখানায় উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য এই আরও ২৮ কোটি ২৮ লাখ টাকা নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নিজস্ব তহবিল থেকে আলোচিত বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে। এই বিনিয়োগের ফলে কোম্পানির উৎপাদনক্ষমতা ও উৎপানশীলতা বর্তমানের চেয়ে বাড়বে।

তবে এই উৎপাদনক্ষমতা কতটা বাড়বে, তার ফলে কোম্পানির মোট পণ্য বিক্রি ও মুনাফায় কী প্রভাব পড়বে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি।

 

Share
নিউজটি ২১৪ বার পড়া হয়েছে ।
Tagged