কাসেম ইন্ডাস্ট্রিজের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২০ ৯:১৪:২৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাসসহ মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ বৃহস্পতিবার (০৮অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
বিদায়ী বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস (ডাইলুটেড) দাঁড়িয়েছে ৭০ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।
গত বছর কোম্পানিটি ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ছিল ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস শেয়ার।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩৯ বার পড়া হয়েছে ।
Tagged