কেপিসিএলকে বিপিডিবি থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি

সময়: রবিবার, মার্চ ২৭, ২০২২ ৪:২৪:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে মৌখিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমোদন পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, “নো ইলেকট্রিসিটি নো পেইমেন্ট” ভিত্তিতে ২ বছরের জন্য খুলনা পাওয়ারের দুইটি পাওয়ার প্লান্টকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি দিয়েছে মন্ত্রিসভা ক্রয় কমিটি। পাওয়ার প্লান্ট দুইটি হচ্ছে- কেপিসি ইউনিট ২, ১১৫ মেগাওয়াট প্লান্ট, খুলনা এবং কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপাড়া, যশোর। কোম্পানিটি এখনও বিপিডিবি থেকে বিদ্যুৎ কেনার কোনো অফিশিয়াল চিঠি পায়নি।

কোম্পানিটি আরও জানায়, বিপিডিবি মৌখিকভাবে পাওয়ার প্লান্ট দুটির কারযক্রম শুরু করার অনুমোদন দিয়েছে। গত ২৪ মার্চ বিকাল থেকে পাওয়ার প্লান্ট দুইটির কারযক্রম চালু হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ১৮৯ বার পড়া হয়েছে ।
Tagged