নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ডাচ্-বাংলা ব্যাংকের বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে ঘোষিত ডিভিডেন্ড। ২০২৩-২৪ অর্থবছরের জন্য অনুমোদিত ক্যাশ ও স্টক ডিভিডেন্ড সম্প্রতি শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে। এ তথ্য ডিএসই সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। পরবর্তীতে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদিত হয় এবং ডিভিডেন্ড পাঠানো হয়।
অন্যদিকে, ডাচ্-বাংলা ব্যাংক সমাপ্ত বছরের আর্থিক ফলাফল পর্যালোচনার পর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। কোম্পানিটির এজিএমে বিনিয়োগকারীদের সম্মতিক্রমে এই ডিভিডেন্ডও অনুমোদিত হয় এবং পরবর্তীতে তা পাঠানো হয়।


