ক্রাউন সিমেন্টের ২১% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

সময়: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ৯:৪৬:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসি ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি টানা দ্বিতীয় বছর একই হারে নগদ লভ্যাংশ ঘোষণা করল। আগের অর্থবছর ২০২৩-২৪ সালেও প্রতিষ্ঠানটি ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের ৬ টাকা ৭৪ পয়সার তুলনায় কম। অর্থাৎ গত বছরের তুলনায় কোম্পানির মুনাফায় কিছুটা পতন লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, শেয়ারপ্রতি নগদ প্রবাহ (অপারেটিং ক্যাশ ফ্লো) উল্লেখযোগ্যভাবে বেড়ে ২৫ টাকা ৯৯ পয়সা হয়েছে, যা আগের অর্থবছরে ছিল মাত্র ৮ টাকা ৭১ পয়সা। এতে বোঝা যায়, কোম্পানির কার্যক্রম থেকে প্রাপ্ত নগদ প্রবাহ আগের বছরের তুলনায় প্রায় তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, ২০২৫ সালের ৩০ জুন তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের ৫৬ টাকা ৯৯ পয়সা থেকে বেড়েছে। এনএভিপিএস বৃদ্ধির মাধ্যমে কোম্পানির সম্পদভিত্তি আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত মেলে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর বিকেল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএম-এ যোগদানের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর ২০২৫।

 

Share
নিউজটি ৮৮ বার পড়া হয়েছে ।
Tagged