নিজস্ব প্রতিবেদক : ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। আগের বছর আয় ছিল ২ টাকা ৭৭ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ৫৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৬৭ পয়সা। আগের বছর আয় ছিল ২৫ টাকা ৫১ পয়সা।
আগামী ২৩ মার্চ বেলা সাড়ে ১১টায় কোম্পানিটির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০২ মার্চ ২০২৫।


