ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

খান ব্রাদার্সের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়ে ১৭ পয়সা

সময়: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ৪:২০:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যাকেজিং খাতের প্রতিষ্ঠান খান ব্রাদার্স পিপি ওয়োভেন ব্যাগ লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ১৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ৩ পয়সা। অর্থাৎ, ইপিএস বেড়েছে প্রায় ৫ গুণ বা ৪৬৭ শতাংশের বেশি।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (Cash Flow per Share) দাঁড়িয়েছে ২৩ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ০ পয়সা।

এদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১২ টাকা ২৫ পয়সা।

Share
নিউজটি ৪২ বার পড়া হয়েছে ।
Tagged