গেইনারের শীর্ষে উসমানিয়া গ্লাস

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০১৯ ৮:০২:০৯ অপরাহ্ণ


 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল টপটেন গেইনার তালিকার শীর্ষে ওঠে আসে উসমানিয়া গ্লাস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, এ শেয়ারের দর ৯ দশমিক ৯৮ শতাংশ বা ৯ টাকা ৫০ পয়সা দর বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। এদিন ৪ লাখ ৩১ হাজার ২৭৮ টি শেয়ার ১ হাজার ৫৫২ বারে লেনদেন হয়েছে। এগুলোর মোট বাজার মূল্য ছিল ৪ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা।

ন্যাশনাল টিউবস রয়েছে গেইনারের দ্বিতীয় স্থানে। ৯ দশমিক ৯৫ শতাংশ বা ১৫ টাকা ২০ পয়সা দর বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ১৬৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৩ হাজার ৩৪৬ বারে ১২ লাখ ৪২ হাজার ৪৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। এগুলোর বাজার মূল্য ছিল ২০ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। ৯ দশমিক ৫৩ শতাংশ বা ৩ টাকা ৩০ পয়সা দর বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৮ টাকায় লেনদেন হয়। এদিন ৩০০ বারে ২ লাখ ৯৩ হাজার ৯৯৪ টি শেয়ার লেনদেন হয়েছে। এগুলোর বাজার মূল্য ছিল ১ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে এটলাস বাংলাদেশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, রানার অটোমোবাইল, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও গ্লোবাল ইন্স্যুরেন্স।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৩৩ বার পড়া হয়েছে ।
Tagged