গেইনার তালিকার শীর্ষে এনআরবিসি ব্যাংক

সময়: বৃহস্পতিবার, মার্চ ২৫, ২০২১ ৩:৫৩:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২৫ মার্চ) গেইনার তালিকার শীর্ষে ওঠে এসেছে এনআরবিসি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২.৫০ টাকায়। অর্থাৎ আজ ব্যাংকটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৭.৭৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ারের ৬.৯২ শতাংশ, ইজেনারেশনের ৫.৫১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.৮৫ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩.৮২ শতাংশ, লাভেলো আইসক্রীমের ৩.৭৫ শতাংশ, রানার অটোমোবাইলসের ৩.৭০ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৩.২২ শতাংশ, লুব-রেফের ২.৭১ শতাংশ এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ২.৫৩ শতাংশ বেড়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৯৫ বার পড়া হয়েছে ।
Tagged