গেইনার তালিকার শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস

সময়: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৪:৪০:২৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১৫ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির বা গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগের কার্যদিবস মঙ্গলবার বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের ক্লোজিং দর ছিল ২৫২ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৭৪ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২২ টাকা বা ৮.৭২ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বীচ হ্যাচারীর ৭.৩৬ শতাংশ, মুন্নু এগ্রোর ৫.৭২ শতাংশ, বেঙ্গল উইন্ডস্বরের ৫.৫৭ শতাংশ, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেডের (প্রাণ) ৫.৪১ শতাংশ, মুন্নু সিরামিকসের ৫.০৪ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৭৬ শতাংশ, বাংলাদেশ অটোকার্সের ৪.৩১ শতাংশ, ফাইন ফুডসের ৩.৭৫ শতাংশ এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ৩.২৫ শতাংশ দর বেড়েছে।

 

Share
নিউজটি ১২৪ বার পড়া হয়েছে ।
Tagged