গেইনার তালিকার শীর্ষে সোনালী আঁশ

সময়: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ৪:১৯:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ৩১ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সোনালী আঁশের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির বা গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগের কার্যদিবস সোমবার সোনালী আঁশের ক্লোজিং দর ছিল ৩৮৪ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৪১০ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২৫ টাকা ৫০ পয়সা বা ৬.৬৩ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৪২ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৩.৫৫ শতাংশ, অলিম্পিক ইন্ড্রাস্টিজের ২.৬৭ শতাংশ, ওরিয়ন ফার্মার ২.৬৫ শতাংশ, লুব রেফ বাংলাদেশের ২.৫৪ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ১.৮৪ শতাংশ, এডভেন্ট ফার্মার ১.৬৬ শতাংশ, যমুনা অয়েলের ১.৬১ শতাংশ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১.৫৯ শতাংশ দর বেড়েছে।

 

Share
নিউজটি ১৪৬ বার পড়া হয়েছে ।
Tagged