গোল্ডেন হারভেস্টের ১ কোটি শেয়ার আইপিডিসি ফাইন্যান্সে হস্তান্তরের অনুমোদন

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫ ৮:৪৫:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের দুই পরিচালকের মালিকানাধীন মোট ১ কোটি শেয়ার আইপিডিসি ফাইন্যান্সের কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বুধবার (১০ ডিসেম্বর) প্রকাশিত ডিএসইর ডিসক্লোজারে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানায়, তালিকাভুক্তি বিধিমালা ৪৭(১)(ঘ) এর আওতায় এ শেয়ার হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে, যা সাধারণত ঋণ খেলাপি বা শেয়ার বাজেয়াপ্ত পরিস্থিতিতে প্রযোজ্য।

ডিএসইর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটির স্পন্সর পরিচালক আহমেদ রাজীব সামদানি তার মালিকানাধীন ৯০ লাখ শেয়ার আইপিডিসি ফাইন্যান্সের কাছে হস্তান্তরের অনুমোদন পেয়েছেন। এটি ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং ৩০ কর্মদিবসের মধ্যে লেনদেন সম্পন্ন করতে হবে।

আরেকটি ডিসক্লোজারে জানানো হয়েছে, কোম্পানির পরিচালক নাদিয়া খলিল চৌধুরী তার হাতে থাকা ১০ লাখ শেয়ার একই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করবেন। এ সিদ্ধান্তও একই তারিখ থেকে কার্যকর হবে এবং পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে হস্তান্তর শেষ করতে হবে।

গোল্ডেন হারভেস্টের এই ১ কোটি শেয়ারের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৮ লাখ টাকা। আইপিডিসি ফাইন্যান্সের কাছে কোম্পানিটির ৩৪ কোটি ৮৬ লাখ টাকা বকেয়া ঋণের বিপরীতে এই শেয়ার হস্তান্তর প্রায় ৩৪ শতাংশ দায় পরিশোধ করবে।

অক্টোবরের শেয়ারহোল্ডিং রিপোর্ট অনুযায়ী—

আহমেদ রাজীব সামদানি মালিকানাধীন শেয়ারের পরিমাণ ছিল ৪ কোটি ৭৩ লাখ, যা কোম্পানির মোট শেয়ারের ২১.৯৫%।

নাদিয়া খলিল চৌধুরীর মালিকানায় ছিল ৪৩ লাখ ১৬ হাজার শেয়ার, যা ২% শেয়ারহোল্ডিংয়ের প্রতিনিধিত্ব করে।

 

Share
নিউজটি ৭১ বার পড়া হয়েছে ।
Tagged