নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৬.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ানঃ স্কিম-২ মিউচুয়াল ফান্ড। অর্থাৎ ইউনিট প্রতি ৬৫ পয়সা ডিভিডেন্ড পাবেন ফান্ডটির ইউনিটধারীরা।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৬৫ পয়সা। আগের বছরও ইপিইউ ছিল ৬৫ পয়সা।
আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৬১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৫৪ পয়সা।
ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে এইমস অব বাংলাদেশ অ্যাসেট লিমিটেড।


