গ্লাস অ্যাম্পুলের উৎপাদন বাড়াবে ফার্মা এইডস

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ২:০৪:২৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত কেম্পানি ফার্মা এইডসের পরিচালনা পর্ষদ গ্লাস অ্যাম্পুলের টোল উৎপাদনের জন্য একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বর্তমানে গ্লাস অ্যাম্পুলের চাহিদা কোম্পানির উৎপাদন ক্ষমতার চেয়ে বেশি। তাই গ্লাস অ্যাম্পুলের বাড়তি চাহিদা মেটাতে উৎপাদন বাড়াতে চায় কোম্পানিটি। এজন্য একটি প্রাইভেট কোম্পানির সাথে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, আগামী ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পরীক্ষামূলক সময়ের জন্য এই চুক্তি কার্যকর হবে। ফলাফল সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

 

Share
নিউজটি ৯৭ বার পড়া হয়েছে ।
Tagged