নিজস্ব প্রতিবেদক: ঘুরে ফিরে আবারও পতনের বৃত্তে অবস্থান করছে দেশের শেয়ারবাজার। গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় আজও ২৩ এপ্রিল’২৫ দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু সকাল ১০টা ৪০ মিনিট র পর সূচকের একটানা পতন ঘটে। এরপর আবারও সূচকের তীর উপরের দিকে উঠতে থাকে। তবে দুপুর দেড়টার পর আবারও সূচকের পতন ঘটে , যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ৪.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ০.৬৩ পয়েন্ট কমে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৭ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩০০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ২৮ লাখ টাকার।
এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৯টির, কমেছে ২১৪টির এবং পরিবর্তন হয়নি ৬২টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আজ ৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ০৭ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭২টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১১ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৬৯.৮৯ পয়েন্ট।


