নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি তাদের আর্থিক ফলাফল প্রকাশ এবং বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার (১২ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
এই চার কোম্পানির মধ্যে ২টি কোম্পানি তাদের চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, অর্থাৎ শেয়ারপ্রতি আয় (EPS) অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।
অন্য ২টি কোম্পানি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানাতে বোর্ড সভা আয়োজন করবে।
ইপিএস প্রকাশ করবে:
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড: ১২ নভেম্বর, ২০২৫, বিকাল ৪:০০ টায় (দ্বিতীয় প্রান্তিক)
ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড: ১৫ নভেম্বর, ২০২৫, বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)
ডিভিডেন্ড ঘোষণা করবে:
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস: ১৫ নভেম্বর, ২০২৫, বিকাল ৪:০০ টায় (পুনঃনির্ধারিত)
ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড: ১৮ নভেম্বর, ২০২৫, বিকাল ৩:০০ টায়
নির্ধারিত এই বোর্ড সভার মাধ্যমে বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট কোম্পানির EPS ও ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানতে পারবেন।


