সূচক কমলেও বেড়েছে লেনদেন

চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন দেশের শেয়ারবাজারে

সময়: বুধবার, নভেম্বর ৩, ২০২১ ৫:২৮:১১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও (০৩ নভেম্বর) গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের মতো আজও ব্যাপক দরপতন হয়েছে শেয়ারবাজারে। এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.০৭ পয়েন্ট বা ০.৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮৯৮.২৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.০১ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২০.১৩ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬১.১৬ পয়েন্টে এবং দুই হাজার ৫৮৫.৮০ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৯টির বা ২৩.৭৩ শতাংশের, কমেছে ২৪৬টির বা ৬৫.৬০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির বা ১০.৬৭ শতাংশের।

ডিএসইতে এদিন ২৮ কোটি ৯ লাখ ১৬ হাজার ৭০০টি শেয়ার এক লাখ ৮৬ হাজার ৯৭১বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ৬৩২ টাকা ৭০ পয়সা, যা চার মাস বা ৭৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ২৯ জুন আজকের চেয়ে কম অর্থাৎ ওই দিন ১ হাজার ১৪৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫০ হাজার ৯৬২ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ৪২৯ টাকা ১১ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩.৪৭ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ২১০.৬৮ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৯৪টির অপরিবর্তিত রয়েছে ৩০টির। সিএসইতে এদিন এক কোটি ১০ লাখ ৫৫ হাজার ৯৭৭টি শেয়ার ১২ হাজার ৩০১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩১ কোটি ২৬ লাখ ৪৪ হাজার ৬৩১ টাকা ৯০ পয়সা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৯৫ হাজার ৪৩০ কোটি ২০ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

 

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৯১ বার পড়া হয়েছে ।
Tagged