নিজস্ব প্রতিবেদক: টানা আট সপ্তাহ পতনের পর দেশের শেয়ারবাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। টানা চতুর্থ সপ্তাহেও মূল্যসূচক ও বাজার মূলধনের ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধনে যুক্ত হয়েছে প্রায় ৪ হাজার ৪৪১ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ০.৬৭ শতাংশ বেশি।
গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই সূচক ছিল ঊর্ধ্বমুখী। সপ্তাহজুড়ে ২৫৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, মাত্র ৩৬টির দর কমেছে এবং ১০৩টির দর ছিল অপরিবর্তিত।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহে বেড়েছে ৬১.২৪ পয়েন্ট বা ১.২৭%। আগের সপ্তাহগুলোতে এই সূচক যথাক্রমে বেড়েছিল ৭৮.৪২ পয়েন্ট (১.৬৫%), ৪৫.৩২ পয়েন্ট (০.৯৬%) এবং ৭১.১৭ পয়েন্ট (১.৫৩%)। সব মিলিয়ে চার সপ্তাহে সূচকে যোগ হয়েছে মোট ২৫৫ পয়েন্ট।
শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস গত সপ্তাহে বেড়েছে ৬.২৯ পয়েন্ট বা ০.৫৯%, এবং নির্বাচিত কোম্পানির সূচক ডিএস৩০ বেড়েছে ১৬.০২ পয়েন্ট বা ০.৮৮%।
লেনদেনের দিক থেকেও বাজারে গতি ফিরেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে গড় দৈনিক লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ১৪ লাখ টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ১২৩ কোটি ৫৮ লাখ টাকা বেশি। অর্থাৎ লেনদেন বেড়েছে ৩৪.০৮%।
এর আগে ঈদুল ফিতরের পর টানা ৮ সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমে যায় ২৬ হাজার ৮৮২ কোটি টাকা এবং সূচক হারায় ৫৮২ পয়েন্ট। তবে ঈদুল আজহার আগে সপ্তাহে বাজার ঘুরে দাঁড়ায় এবং সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। ঈদের আগের সপ্তাহে মূলধন বেড়েছিল ৩৬০৭ কোটি টাকা, ঈদের পরের প্রথম সপ্তাহে বেড়েছিল ১৫২ কোটি টাকা এবং সর্বশেষ সপ্তাহে বেড়েছে ১০৮২২ কোটি টাকা। সব মিলিয়ে তিন সপ্তাহে বাজারে যোগ হয়েছে প্রায় ১৪ হাজার ৫৮১ কোটি টাকা।


