জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

সময়: বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫ ১১:২৯:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেড। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড পাওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের বছর যা ছিল ১ টাকা ২৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ১ টাকা ১৭ পয়স্যা আগের বছর যা ছিল মাইনাস ৩৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে জনতা ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৬ পয়সায়।

 

Share
নিউজটি ৩২৪ বার পড়া হয়েছে ।
Tagged