জমি ক্রয়ের অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন

সময়: বুধবার, জুন ১২, ২০২৪ ১২:০১:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : জমি ক্রয়ের অনুমতির জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি প্রধান কার্যালয় স্থাপনের জন্য নিজস্ব ভবন নির্মাণের লক্ষ্যে এ জমি ক্রয় করবে।

ব্যাংকটি মঙ্গলবার (১১ জুন) কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমি ক্রয়ের আবেদন করে। প্রধান কার্যালয়ের জন্য রাজধানীর বেরাইদে নিজস্ব ভবন নির্মাণের লক্ষ্যে ৩ বিঘা (৬০ কাঠা) জমি ক্রয় করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

জানা গেছে, প্রতি কাঠা জমির দাম পড়বে এক কোটি ৮০ লাখ টাকা। সব মিলিয়ে মোট জমির দাম দাঁড়াবে ১০৮ কোটি টাকা। মূল্য সংযোজন কর (ভ্যাট), ট্যাক্স, ও রেজিস্ট্রেশন ফির খরচের বাইরে।

 

Share
নিউজটি ৩০৮ বার পড়া হয়েছে ।
Tagged