সূচক কমলেও বেড়েছে লেনদেন

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান

সময়: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৫:১২:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবের প্রভাব পড়েছে শেয়ারবাজারে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও কমে যায়।

লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও কিছু সময় পর বিক্রির চাপ বাড়তে থাকে। পরবর্তীতে সূচক উপরের দিকে ওঠার চেষ্টা করলেও আগের অবস্থানে ফিরে আসতে পারেনি। বাজার সংশ্লিষ্টদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই বর্তমানে বাজারে লেনদেনের এই ধারা লক্ষ্য করা যাচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা জানান, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে রাজনৈতিক দলগুলো দেশের বিভিন্ন আসনে প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে। কে কোন আসনে মনোনয়ন পেয়েছে—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যস্ততা বাড়ছে। এর বাইরে বিনিয়োগকারীরাও নির্বাচন নিয়ে কৌতূহলী হয়ে উঠেছেন। ফলে তারা আপাতত শেয়ার কেনাবেচার চেয়ে নির্বাচনী পরিস্থিতির দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। এতে শেয়ারবাজারে লেনদেনের গতি শ্লথ হয়ে পড়েছে। তবে নির্বাচন শেষ হলে বাজার আবার ইতিবাচক ধারায় ফিরবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬১ দশমিক ৫৫ পয়েন্টে। একই দিনে শরিয়াহ সূচক ডিএসইএস ২ দশমিক ৯১ পয়েন্ট কমে ৯৯৯ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করছে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ৬৩ পয়েন্ট কমে নেমে এসেছে ১ হাজার ৮৫৭ দশমিক ৫০ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪২টির দর বেড়েছে, ১৫৫টির দর কমেছে এবং ৯৩টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের চিত্রে দেখা যায়, আজ ডিএসইতে প্রায় ৩০৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৮৫ কোটি ৮ লাখ টাকা। সে হিসাবে একদিনে লেনদেন কমেছে প্রায় ৭৫ কোটি ১২ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে প্রায় ১১ কোটি ৯৯ লাখ টাকার। আগেরদিন সেখানে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৬৮টির দর কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।

সূচক পর্যালোচনায় দেখা যায়, এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৯ দশমিক ৯১ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ৬ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছিল।

Share
নিউজটি ৪৭ বার পড়া হয়েছে ।
Tagged