জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিকে লোকসান বেড়েছে

সময়: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ৪:৫২:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান জাহিন স্পিনিং লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে কোম্পানিটি প্রতি শেয়ারে ৯ পয়সা লোকসান (ইপিএস -০.০৯ টাকা) করেছে। আগের বছরের একই সময়ে কোম্পানির প্রতি শেয়ার লোকসান ছিল ৭ পয়সা, অর্থাৎ লোকসানের পরিমাণ সামান্য বেড়েছে।

একই সময়ে জাহিন স্পিনিংয়ের প্রতি শেয়ার নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাইনাস ১ পয়সা। এতে দেখা যাচ্ছে, কোম্পানির নগদ প্রবাহের দিকটি কিছুটা উন্নতি হয়েছে।

অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানির প্রতি শেয়ার নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সা, যা আগের বছরের তুলনায় সামান্য বৃদ্ধি নির্দেশ করে।

কোম্পানি সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও উৎপাদন ব্যয়ের চাপের কারণে প্রান্তিকের ফলাফল নেতিবাচক হয়েছে। তবে তারা আশা করছেন, বাজার স্থিতিশীল হলে পরবর্তী প্রান্তিকে আর্থিক ফলাফলে উন্নতি দেখা যাবে।

 

Share
নিউজটি ৫৬ বার পড়া হয়েছে ।
Tagged