জিএসপি ফাইন্যান্সের ইপিএস, ক্যাশ ফ্লো ও নেট অ্যাসেট ভ্যালুতে বড় ধস

সময়: বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ১২:১৬:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:  শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন ২০২৫) বড় ধরনের লোকসান দেখিয়েছে। কোম্পানিটির ইপিএস, ক্যাশ ফ্লো এবং নেট অ্যাসেট ভ্যালু (NAV)—সব সূচকেই নেতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

প্রথম প্রান্তিক (Q1: জানুয়ারি-মার্চ ২০২৫)
সমন্বিত শেয়ার প্রতি লোকসান (EPS) দাঁড়িয়েছে ১ টাকা ৯৭ পয়সা (নেগেটিভ), যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১১ পয়সা (নেগেটিভ)।

সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে মাইনাস ৮০ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল মাইনাস ৪ পয়সা।

৩১ মার্চ ২০২৫ শেষে সমন্বিত শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (NAV) দাঁড়িয়েছে ২ টাকা ৬৩ পয়সা, যা ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ছিল ৪ টাকা ৬০ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক (Q2: এপ্রিল-জুন ২০২৫)
সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ৮৩ পয়সা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল মাইনাস ১ টাকা ৬৭ পয়সা।

জানুয়ারি-জুন ২০২৫ সময়ে মোট সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে মাইনাস ৪ টাকা ৮০ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল মাইনাস ৩ টাকা ১৬ পয়সা।

সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (NOCFPS) জানুয়ারি-জুন ২০২৫ সময়ে দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৬০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭ পয়সা (পজিটিভ)।

৩০ জুন ২০২৫ শেষে সমন্বিত শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (NAV) দাঁড়িয়েছে মাইনাস ২০ পয়সা, যেখানে ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ছিল ৪ টাকা ৬০ পয়সা।

কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী—

ইপিএস কমার মূল কারণ হলো পর্যাপ্ত ঋণ পুনরুদ্ধার না হওয়ায় সুদ আয় হ্রাস পাওয়া এবং লিজ, ঋণ ও অগ্রিম অর্থের শ্রেণিভুক্তি বৃদ্ধি পাওয়া। এর ফলে প্রভিশন (provision) বা সংরক্ষণ বৃদ্ধি করতে হয়েছে। ফলে জানুয়ারি-জুন ২০২৫ সময়ে ইপিএস আগের বছরের তুলনায় আরও ১ টাকা ৬৪ পয়সা কমেছে।

নগদ প্রবাহ কমার কারণ হলো ঋণ ও অগ্রিম অর্থ থেকে সুদ আয় সামান্য বৃদ্ধি পেলেও অন্যান্য পরিচালন আয় কমেছে। এর প্রভাবে পরিচালন কর্মকাণ্ড থেকে প্রাপ্ত নগদ প্রবাহ গত বছরের তুলনায় নেতিবাচক হয়েছে।

NAV কমার কারণ হলো কোম্পানির রিটেইনড আর্নিংস প্রায় ২,১০৯.২০ মিলিয়ন টাকা কমে যাওয়া। এর ফলে জুন ২০২৫ শেষে শেয়ার প্রতি NAV আগের বছরের তুলনায় ১৫ টাকা ৮ পয়সা হ্রাস পেয়েছে।

 

Share
নিউজটি ২৭৫ বার পড়া হয়েছে ।
Tagged