জিবিবি পাওয়ারের ক্যাটাগরি পরিবর্তন

জিবিবি পাওয়ারের নগদ লভ্যাংশ ঘোষণা

সময়: রবিবার, নভেম্বর ১, ২০২০ ৭:০৫:১৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ৫% অন্তর্র্বতীকালীন লভ্যাংশ দিয়েছিল। তাই বছর শেষে কোম্পানিটির লভ্যাংশ দেয়ার পরিমাণ ১০% দাঁড়িয়েছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১.১৪ টাকা। আগের বছর আয় ছিল ০.৭৬ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১.৪১ টাকা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯.৯৩ টাকা।
কোম্পানিটি ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৬ ডিসেম্বর।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫১৩ বার পড়া হয়েছে ।
Tagged