জেএমআই সিরিঞ্জের ইজিএম ২৩ নভেম্বর

সময়: রবিবার, অক্টোবর ৬, ২০১৯ ৭:০৯:৪৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ওষুধ ও রসায়ন খাতের জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের ১২১ নং ধারা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে আগামী ২৩ নভেম্বর শনিবার বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। ঢাক স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ধারা অনুযায়ী সাধারণ সভায় কোম্পানির পরিচালকের সংখ্যা ৫ জনের কম হবে না এবং ২০ জনের বেশি হবে না। বিষয়টি বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য ইজিএম আহ্বান করেছে।
আগামী ২৩ নভেম্বর সকাল ১০.৪৫ মিনিটে ঢাকার সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত স্কাই হোটেলে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ অক্টোবর।
এদিকে আজ এ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৪২৪ টাকায়। গত এক বছরে এ শেয়ারের দর ১৭৮ টাকা ৫০ পয়সা থেকে ৫২৯ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে। কোম্পানিটি ২০১৮ আর্থিক বছরে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩১২ বার পড়া হয়েছে ।
Tagged