‘জেড’ থেকে ফেরার সুযোগ দিচ্ছে বিএসইসি

সময়: রবিবার, অক্টোবর ২০, ২০২৪ ৬:৪৮:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : অনুমোদিত ডিভিডেন্ডের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ নিশ্চিত করলেই ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোকে স্থানান্তরিত প্রযোজ্য ক্যাটাগরিতে পরিবর্তনের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২০ অক্টোবর) বিএসইসির ৯২৭তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত যেসব কোম্পানি অনুমোদিত ডিভিডেন্ডের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ নিশ্চিত করেছে সেসব কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরি হতে প্রযোজ্য ক্যাটাগরিতে পরিবর্তনের জন্য স্টক এক্সচেঞ্জসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত গৃহী হয়।

এছাড়াও বিএসইসির আজকের সভায় নিবন্ধিত বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের নামে ‘পিএলসি’ যুক্ত করার জন্য নাম পরিবর্তন জনিত কোন ধরণের ফি আদায় না করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Share
নিউজটি ২৭৮ বার পড়া হয়েছে ।
Tagged