জেনারেশন নেক্সটের ক্যাটাগরি উন্নতি

সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩ ৪:১৯:০৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট লিমিটেডের ক্যাটাগরি উন্নতি হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। আগামী রোববার (১৫ জানুয়ারি) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে। ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন ২০২০ অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ডিভিডেন্ড দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

 

Share
নিউজটি ১৬০ বার পড়া হয়েছে ।
Tagged