নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সূচক ও লেনদেনে টানা ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরিয়ে এনেছে। চলতি সপ্তাহের টানা দুই কার্যদিবসের ধারাবাহিকতায় আজও (০৯ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে। দিনের এক পর্যায়ে সূচকে স্বাভাবিক ওঠানামা দেখা গেলেও শেষ পর্যন্ত তা ঊর্ধ্বমুখী ধারা ধরে রাখে। এদিকে, বাজারে লোকসান কাটিয়ে মুনাফার আশায় বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে।
আজ (বুধবার) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৮২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫.৪৬ পয়েন্টে পৌঁছেছে, যা গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২২ এপ্রিল সূচক ছিল ৫ হাজার ২৬.৫৭ পয়েন্টে। অন্যদিকে, ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১০.৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪.১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৮২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৪.২০ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের দিক থেকেও ডিএসইতে বড় উল্লম্ফন দেখা গেছে। আজ মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭৩টির দর বেড়েছে, ৭৮টির কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত ছিল। মোট লেনদেন হয়েছে ৬৯০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল ০৮ জুলাই লেনদেন হয়েছিল ৬০১ কোটি ৭৫ লাখ টাকা, সেই তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৮৮ কোটি ৮৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তেও উল্লেখযোগ্য লেনদেন বৃদ্ধির পাশাপাশি সূচক বেড়েছে। আজ সিএসইতে মোট ৪৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৭ কোটি ২৫ লাখ টাকার তুলনায় প্রায় ৫ গুণ বেশি। আজ সিএসইতে ২৩৩টি কোম্পানির মধ্যে ১৫৩টির দর বেড়েছে, ৪২টির কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত ছিল।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৯.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৫৯ পয়েন্টে। আগের দিন সূচক বেড়েছিল মাত্র ১৭.৬১ পয়েন্ট।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, টানা ঊর্ধ্বমুখী ধারায় বাজারে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে এবং বাজারে সক্রিয়তা আগের চেয়ে বেড়েছে।


