সূচক কমলেও বেড়েছে লেনদেন

টানা তিন সপ্তাহের প্রবৃদ্ধি: ডিএসইর বাজার মূলধনে যুক্ত হলো ১১ হাজার কোটি টাকা

সময়: শনিবার, জুন ২৮, ২০২৫ ৭:২৫:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: টানা আট সপ্তাহের দরপতনের ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ারবাজার। সর্বশেষ সপ্তাহে (২৩-২৭ জুন) পাঁচ কার্যদিবসের মধ্যে চারদিনই সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এতে মূল্যসূচকের পাশাপাশি বাজার মূলধন এবং লেনদেনেও চাঙাভাব ফিরে এসেছে। সর্বশেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬১ হাজার ৫৬৫ কোটি টাকা, যা আগের সপ্তাহের ৬ লাখ ৫০ হাজার ৭৪৩ কোটি টাকা থেকে ১০ হাজার ৮২২ কোটি টাকা বা ১.৬৬ শতাংশ বেশি। একই সময় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৭৮.৪২ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ।

এর আগের দুই সপ্তাহে সূচক বেড়েছিল যথাক্রমে ৪৫.৩২ পয়েন্ট (০.৯৬%) এবং ৭১.১৭ পয়েন্ট (১.৫৩%)। ফলে টানা তিন সপ্তাহে সূচকের মোট বৃদ্ধি হয়েছে ১৯৪ পয়েন্ট।

বাজার মূলধন বাড়ার পাশাপাশি গত সপ্তাহে প্রধান মূল্যসূচকও বেড়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে বেড়েছে ৭৮ দশমিক ৪২ পয়েন্ট বা এক দশমিক ৬৫ শতাংশ। আগের সপ্তাহে সূচক বাড়ে ৪৫ দশমিক ৩২ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ। তার আগের সপ্তাহে বাড়ে ৭১ দশমিক ১৭ পয়েন্ট বা এক দশমিক ৫৩ শতাংশ। এতে তিন সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়লো ১৯৪ পয়েন্ট।

অপর দুই সূচকের মধ্যে ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহজুড়ে বাড়ে ২১ দশমিক ৪০ পয়েন্ট বা ২ দশমিক শূন্য ৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৮ দশমিক ৮০ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ। তার আগের সপ্তাহে বাড়ে ১৭ দশমিক ৫৪ পয়েন্ট বা এক দশমিক ৭৩ শতাংশ।

বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ৩৭ দশমিক ৯০ পয়েন্ট বা ২ দশমিক ১৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৯ দশমিক ৮৩ পয়েন্ট বা এক দশমিক ১৩ শতাংশ। তার আগের সপ্তাহে বাড়ে ৩২ দশমিক ৭৪ পয়েন্ট বা এক দশমিক ৮৯ শতাংশ।

সবকয়টি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতিও বেড়েছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৬২ কোটি ৫৬ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩২৫ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৭ কোটি ১৯ লাখ টাকা বা ১১ দশমিক ৪৩ শতাংশ।

Share
নিউজটি ৩১৩ বার পড়া হয়েছে ।
Tagged