সূচক কমলেও বেড়েছে লেনদেন

টানা দরপতন থামিয়ে শেয়ারবাজারে উত্থান

সময়: সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ ৪:৫১:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: টানা কয়েকদিনের পতনের ধাক্কা কাটিয়ে সোমবার (৮ ডিসেম্বর) ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শুরু করে শেয়ারবাজার। দিনের শুরু থেকেই সূচকে ইতিবাচক গতি দেখা যায় এবং শেষ পর্যন্ত সেই প্রবণতা বজায় থাকে। দিনশেষে সূচকের পাশাপাশি লেনদেনও বৃদ্ধি পেয়েছে দুই স্টক এক্সচেঞ্জেই। বাজার সংশ্লিষ্টরা মনে করেন, এ প্রবণতা অব্যাহত থাকলে ডিএসইর প্রধান সূচক আবারও ৫ হাজার পয়েন্ট অতিক্রম করতে পারে এবং লেনদেনের পরিমাণ আরও বাড়বে।

বিশ্লেষকদের মতে, নিয়ন্ত্রক সংস্থা সততা ও আন্তরিকতার সঙ্গে বাজার তদারকি করলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে। পাশাপাশি তারা মনে করেন, বিনিয়োগকারীরা যদি লোকসানে শেয়ার বিক্রি না করে ধরে রাখেন, তাহলে ভবিষ্যতে তারা ভালো মুনাফা অর্জনের সুযোগ পাবেন।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৯০৬.২৯ পয়েন্টে। অপর দুটি সূচকের মধ্যে ডিএসইএস ৬.৬৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১,০২৭.৫৩ পয়েন্ট এবং ডিএসই–৩০ সূচক ৬.৮৩ পয়েন্ট বাড়িয়ে দাঁড়িয়েছে ১,৮৯২.৯৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৯১টি কোম্পানি। এর মধ্যে ২৮৭টির দর বেড়েছে, ৫৩টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে সোমবার মোট লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৬৪ লাখ টাকা, যা আগের দিনের ২৬৭ কোটি ৬৪ লাখ টাকা থেকে প্রায় ৯৭ কোটি টাকা বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৬ লাখ টাকার, যা আগের দিনের ১৩ কোটি ৯৫ লাখ টাকা থেকে বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির দর বৃদ্ধি, ৬২টির পতন, এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল। সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৬৮৪.৫৫ পয়েন্টে—যা আগেরদিনের ৬২ পয়েন্ট পতনের ঠিক বিপরীত চিত্র তুলে ধরে।

Share
নিউজটি ৯৫ বার পড়া হয়েছে ।
Tagged