সূচক কমলেও বেড়েছে লেনদেন

টানা পতনেও বিনিয়োগকারীদের আস্থা অটুট শেয়ারবাজারে

সময়: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ৪:৫৭:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ঈদের পর থেকে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে আসলেও সম্প্রতি টানা পতনের কবলে পড়ে বাজার। তবে তিন কার্যদিবসের উত্থান বিনিয়োগকারীদের নতুন করে আশাবাদী করেছিল। কিন্তু তার পরদিন আবারও সূচক নিম্নমুখী হয়েছে। গতকাল এবং আজ সূচকে সামান্য পতনের পাশাপাশি লেনদেনের টাকার অংকও কমেছে। তবে বাজার পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, বিনিয়োগকারীদের আস্থা এখনো অটুট রয়েছে।

বুধবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পর সূচক পতনে গেলেও আবার সাময়িকভাবে ঊর্ধ্বমুখী হয়। দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত সূচক স্বাভাবিক ওঠানামার মধ্যেই ছিল। তবে শেষ পর্যন্ত সূচক একটানা পতনের মধ্য দিয়ে দিন শেষ করে।

আজ ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৯.৪১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭.৬৭ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ১৮.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৬.২২ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১২৪টির দর বেড়েছে, ২২৩টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত ছিল। টাকার অংকে মোট ৯৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৮৩ কোটি ৭৪ লাখ টাকা কম। মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় অর্ধেকেরও কম। মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৮ কোটি ২৭ লাখ টাকার।

আজ সিএসইতে ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দর বেড়েছে, ১১২টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত ছিল। এদিন সার্বিক সূচক সিএএসপিআই ৮০.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৫.৪২ পয়েন্টে। আগের দিন সূচক কমেছিল ১৫.২৭ পয়েন্ট।

বাজার বিশ্লেষকরা বলছেন, স্বল্পমেয়াদি পতন বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলেনি। বরং দীর্ঘমেয়াদে বাজারের প্রতি তাদের আস্থা অটুট রয়েছে।

 

Share
নিউজটি ১৩৪ বার পড়া হয়েছে ।
Tagged