সূচক কমলেও বেড়েছে লেনদেন

ডিএসইতে ছয় সপ্তাহে মূলধন বৃদ্ধি ৪০ হাজার কোটি টাকা

সময়: শনিবার, জুলাই ১৯, ২০২৫ ১১:০৭:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটির পর টানা ছয় সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে দেশের শেয়ারবাজার। সূচকের পাশাপাশি বাড়ছে গড় লেনদেনের পরিমাণও। সর্বশেষ সপ্তাহে (১৩ জুলাই থেকে ১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড় লেনদেনে এগিয়ে থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে পাঁচটির গড় লেনদেন ২০ কোটির ঘর অতিক্রম করেছে। এক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের গড় লেনদেন ২০ কোটি টাকার বেশি

সপ্তাহজুড়ে ব্র্যাক ব্যাংকের মোট লেনদেন হয়েছে ১০৩ কোটি ১১ লাখ টাকা। দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ২০ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা। যা অন্য সব কোম্পানির তুলনায় সর্বোচ্চ।

 

পাওয়ার খাতের অন্যতম বড় কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মোট লেনদেন হয়েছে ৮৯ কোটি ৭৯ লাখ টাকা। গড় লেনদেন ১৭ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকা।

 

আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্সের মোট লেনদেন ছিল ৭৪ কোটি ৭ লাখ টাকা। গড় লেনদেন দাঁড়িয়েছে ১৪ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকা।

 

বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মোট লেনদেন হয়েছে ৭০ কোটি ৮ লাখ টাকা, আর গড় লেনদেন ছিল ১৪ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। অন্যদিকে ঢাকা ব্যাংকের গড় লেনদেন হয়েছে ১২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা এবং মোট লেনদেন ৬৪ কোটি ৮৯ লাখ টাকা।

 

অন্যদিকে এনসিসি ব্যাংক, ইউসিবিএল, এসইএমএল এমএফআইএএসআইএল ইস্যুয়ান্স ফান্ড, ইউপিএল এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স যথাক্রমে ৮ থেকে ১০ কোটির ঘরে গড় লেনদেন করেছে। এনসিসি ব্যাংকের গড় লেনদেন ছিল ১০ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা, ইউসিবিএলের ১০ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা এবং ইউপিএলের ১০ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা।

 

বিশ্লেষকরা বলছেন, লেনদেনের এই ঊর্ধ্বগতি ইঙ্গিত দেয় বাজারে ক্রয়চাপ বাড়ছে এবং বিনিয়োগকারীরা আবারও সক্রিয় হচ্ছেন। সূচকের সঙ্গে সঙ্গে গড় লেনদেন বৃদ্ধি এটাই প্রমাণ করে যে বাজারে তারল্য বাড়ছে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরছে।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতা, ডলারের রেট স্থিতিশীল থাকা এবং নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় তদারকির কারণে বাজারে ইতিবাচক মনোভাব বিরাজ করছে।

Share
নিউজটি ১২৪ বার পড়া হয়েছে ।
Tagged