নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকার শীর্ষে অবস্থান করেছে ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ILFSL)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৪০ শতাংশ কমে ১.১০ টাকা থেকে নেমে এসেছে ০.৬৬ টাকায়।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড লিজিং লিমিটেড (FAREASTFIN)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৩৯ শতাংশ হারে কমে ১ টাকা থেকে দাঁড়িয়েছে ০.৬১ টাকায়।
তৃতীয় সর্বোচ্চ দরপতনের শিকার হয়েছে প্রিমিয়ার লিজিং লিমিটেড (PREMIERLEA)। কোম্পানিটির শেয়ারদর ৩৮ শতাংশ হারে কমে ১ টাকা থেকে নেমে এসেছে ০.৬২ টাকায়।
চতুর্থ স্থানে রয়েছে পিপলস লিজিং (PLFSL)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৩৬.৬৭ শতাংশ কমে ০.৯ টাকা থেকে নেমে এসেছে ০.৫৭ টাকায়।
পঞ্চম অবস্থানে রয়েছে ফাস ফাইন্যান্স লিমিটেড (FASFIN)। কোম্পানিটির শেয়ারদর ৩৫.৭১ শতাংশ হারে কমে ১.৪ টাকা থেকে নেমে এসেছে ০.৯ টাকায়।
ষষ্ঠ স্থানে রয়েছে বিআইএফসি লিমিটেড (BIFC)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৩৩.৩৩ শতাংশ কমে ২.৭ টাকা থেকে নেমে এসেছে ১.৮ টাকায়।
সপ্তম স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স লিমিটেড (GSPFINANCE)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ৩০.৪৩ শতাংশ হারে কমে ২.৩ টাকা থেকে নেমে এসেছে ১.৬ টাকায়।
অষ্টম স্থানে রয়েছে সিমটেক্স লিমিটেড (SIMTEX)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ২৯ শতাংশ কমে ৩৩.১ টাকা থেকে নেমে এসেছে ২৩.৫ টাকায়।
নবম অবস্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স লিমিটেড (PRIMEFIN)। কোম্পানিটির শেয়ারদর ২৭.৭৮ শতাংশ হারে কমে ১.৮ টাকা থেকে দাঁড়িয়েছে ১.৩ টাকায়।
তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে তুংহাই লিমিটেড (TUNGHAI)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ২১.০৫ শতাংশ কমে ১.৯ টাকা থেকে নেমে এসেছে ১.৫ টাকায়।


