ডিএসইর টার্নওভারে শীর্ষে সি পার্ল হোটেল

সময়: সোমবার, মার্চ ২০, ২০২৩ ৬:১৭:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২০ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) টার্নওভারে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি পার্ল হোটেল। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন বা টার্নওভার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির ১৪ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর টাকার অংকে লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৩ লাখ ০৯ হাজার টাকার।
এদিন ডিএসইতে তৃতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে শাইনপুকুর সিরামিকসের।

আজ ডিএসইতে চতুর্থ সর্বোচ্চ এডিএন টেলিকমের ১২ কোটি ২৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর লেনদেন তালিকার পঞ্চম স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

আজ ডিএসইতে কোম্পানিটির ১০ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি ৯ লাখ ১৪ হাজার টাকার, আরডি ফুডের ৯ কোটি ৯২ লাখ ৬১ হাজার, জেনেক্স ইনফোসিসের ৯ কোটি ৭৬ লাখ ১৫ হাজার, বেঙ্গল উন্ডসোরের ৮ কোটি ১১ লাখ ৬৫ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৮ কোটি ৬ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।।

উল্লেখ্য, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩২৩ টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টির।

 

 

Share
নিউজটি ১৭৪ বার পড়া হয়েছে ।
Tagged