ডিএসইর দর পতনের শীর্ষে অলিম্পিক এ্যাক্সেসরিজ

সময়: সোমবার, নভেম্বর ১৩, ২০২৩ ৪:৪১:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১৩ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে অলিম্পিক এ্যাক্সেসরিজ লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন অলিম্পিক এ্যাক্সেসরিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৯.৩৭ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারদর কমেছে ৯.৩০ শতাংশ। আর ৯.১৫ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং, ন্যাশনাল ফিড মিল, ইয়াকিন পলিমার, বীচ হ্যাচারি, জেমিনি সি ফুড, ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

 

Share
নিউজটি ৯৯ বার পড়া হয়েছে ।
Tagged