ডিএসইর দর পতনের শীর্ষে ইউনিলিভার কনজুমার

সময়: সোমবার, জুলাই ৮, ২০২৪ ৪:৩০:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আজ ০৮ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনিলিভার কনজুমারের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮৩ টাকা বা ২.৯৮ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২ হাজার ৬৯৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ল্যাম্পসের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ৪ টাকা বা ২.৯৬ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৩ টাকা ৮০ পয়সা বা ২.৯০ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২৭ টাকায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ব্যাংকের ২.৮৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ২.৮৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২.৮৮ শতাংশ, বে-লিজিংয়ের ২.৮৫ শতাংশ, ফ্যামিলি টেক্সের ২.৮৫ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ২.৮৫ শতাংশ এবং এসইএমএল লেকচার ফান্ডের ২.৮৫ শতাংশ দর কমেছে।

 

 

Share
নিউজটি ২৪৪ বার পড়া হয়েছে ।
Tagged