ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

ডিএসইর দর পতনের শীর্ষে খান ব্রাদার্স

সময়: সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ৪:৫১:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আজ ২৩ অক্টোবর র ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.০৩ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্সুরেন্সের শেয়ারদর কমেছে ৫.০২ শতাংশ। আর ৪.৭৪ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্সুরেন্সের।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা লাইফ ইন্সুরেন্স, ফু ওয়াং ফুড, জিকিউ বলপেন, মেঘনা সিমেন্ট মিলস, কে অ্যান্ড কিউ, সোনালী লাইফ ইন্সুরেন্স এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

 

 

Share
নিউজটি ৩৯৫ বার পড়া হয়েছে ।
Tagged