ডিএসইর দর পতনের শীর্ষে জুট স্পিনার্স

সময়: সোমবার, আগস্ট ২১, ২০২৩ ৫:৪৪:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২১ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জুট স্পিনার্স লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

আগের কার্যদিবস রোববার জুট স্পিনার্স লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩৫৫ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৪০ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৫ টাকা বা ৪.২১ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ২.৫৯ শতাংশ, সি পার্ল হোটেলের ২.৪৪ শতাংশ, জেমিনি সি ফুডের ২.২২ শতাংশ, নর্দান জুটের ২.১৭ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ১.৯৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের ১.৩২ শতাংশ, আরামিট লিমিটেডের ১.২৪ শতাংশ, বাংলাদেশ অটোকার্সের ১.০৯ শতাংশ এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ১.০৮ শতাংশ শেয়ারদর কমেছে।

 

 

Share
নিউজটি ১১৪ বার পড়া হয়েছে ।
Tagged