ডিএসইর দর পতনের শীর্ষে দেশবন্ধু পলিমার

সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ৪:০৩:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ০৪ জানুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীষ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে দেশবন্ধু পলিমার লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৩.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৮০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম অবস্থান করছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর ৪০ পয়সা বা ২.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ টাকা ৮০ পয়সায়।

আর তৃতীয় স্থানে অবস্থান করা খান ব্রাদার্স শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ২.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১২ টাকা ১০ পয়সায়।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নর্দান ইসলামী ইন্সুরেন্সের ২.২৬ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ২.২৩ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২.১০ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ১.৯৮ শতাংশ, শমরিতা হসপিটালের ১.৬৮ শতাংশ, সোনালী আঁশের ১.৬৬ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ১.৫৯ শতাংশ দর কমেছে।

 

 

Share
নিউজটি ৬৪ বার পড়া হয়েছে ।
Tagged