ডিএসইর দর পতনের শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস

সময়: বুধবার, এপ্রিল ২৬, ২০২৩ ৫:০০:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৬ এপ্রিল ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

আগের কার্যদিবস মঙ্গলবার বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের ক্লোজিং দর ছিল ২৬৯ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৫২ টাকা ২০ পয়সা।

আজ কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ১০পয়সা বা ৬.৩৪ শতাংশ কমেছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের ৪.৬২ শতাংশ, এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ৪.৫১, খান ব্রাদার্সের ৪.৩৮, বাংলাদেশ অটোকার্সের ৪.০৬, ন্যাশনাল টি কোম্পানির ৩.৮৪, ফাইন ফুডসের ৩.৪৮, বিডি থাই ফুডের ৩.০৯, ওয়াইম্যাক্সের ২.৯৪ এবং স্টাইলক্র্যাফ্ট লিমিটেডের ২.৮৬ শতাংশ দর কমেছে।

 

Share
নিউজটি ১৬৫ বার পড়া হয়েছে ।
Tagged